আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার অভিযোগে এবার যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ দুই নেতাকে ঢাকায় তলব করেছে কেন্দ্রীয় যুবদল
* মোনাজ্জেল হোসেন লিটন (ঝিকরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক)
* আরাফাত হোসেন কমল (ঝিকরগাছা পৌর যুবদলের আহ্বায়ক):
* বিজ্ঞপ্তি প্রকাশ: শনিবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
* অভিযোগ: নোটিশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থেকেও এই দুই নেতা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বিরুদ্ধাচরণ করেছেন, যা শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের নীতিবিরোধী কর্মকাণ্ড।
* নির্দেশ: কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-এর সম্মুখে উপস্থিত হয়ে দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্র অনুযায়ী, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের প্রার্থীকে নিয়ে তৃণমূলে কিছু মতবিরোধ সৃষ্টি হয়েছে। মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চললেও, দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মাঠে সক্রিয় কিছু নেতাকর্মী বিভিন্ন সভা-সমাবেশে ভিন্ন অবস্থান নিয়েছেন। উপজেলা ও পৌর যুবদল নেতৃত্বের বিরুদ্ধেও এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।:
কেন্দ্রীয় যুবদল সূত্র জানিয়েছে, “দলের সিদ্ধান্ত ছাড়া মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া কঠোর সাংগঠনিক অপরাধ। সেই কারণে তাদের দ্রুত কেন্দ্রীয় নেতৃত্বের সামনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।”
> এর আগে একই কারণে উপজেলা ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে কেন্দ্রীয় ছাত্রদল তলব করেছিল এবং তারা ঢাকায় গিয়ে জবাব দিয়ে এসেছেন।
ঝিকরগাছায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান, যুবদলের দুই নেতাকে ঢাকায় তলব

