যশোরে ইজিবাইক চালক জাহিদুল হত্যা মামলার আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার

আরো পড়ুন

যশোরে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যা মামলার একমাত্র আসামি আশরাফুল ইসলাম আশাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (পিবিআই)। গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় তার চাচা শাহিনুর ইসলামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরদিন শুক্রবার আদালতে হাজির করা হলে আশরাফুল হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম আশা যশোর শহরের চারখাম্বার মোড় ফুডগোডাউন এলাকার রেজাউল ইসলামের ছেলে।

জবানবন্দিতে আশরাফুল জানান, ১৮ অক্টোবর সকাল ১০টার দিকে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রমের সামনে তিনি ইজিবাইক ধুচ্ছিলেন। এ সময় জাহিদুল ইসলাম এসে গাড়ি ধোয়ার সময় নিয়ে প্রশ্ন করলে দু’জনের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে আশরাফুল পাশে থাকা কাঠের বাটাম দিয়ে জাহিদুলকে আঘাত করেন। জাহিদুল মাটিতে পড়ে গেলে আশরাফুল নিজের ইজিবাইকে করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান এবং পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাচার বাড়িতে আশ্রয় নেন।

নিহতের ভাই অহিদুল শেখের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, জাহিদুল ও আশরাফুল দুজনই ইজিবাইক চালক ছিলেন এবং তাদের মধ্যে পূর্বপরিচয় ছিল। কিছুদিন আগে প্রতিযোগিতা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। সেই বিরোধের জের ধরেই ১৮ অক্টোবর সকালে কথাকাটাকাটির একপর্যায়ে আশরাফুল কাঠের বাটাম দিয়ে জাহিদুলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে রেখে পালিয়ে যান তিনি।

পরদিন, ১৯ অক্টোবর, অহিদুল শেখ থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই যশোর। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তকারীরা বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ থেকে আশরাফুল ইসলামকে গ্রেফতার করে যশোরে নিয়ে আসে এবং আদালতে সোপর্দ করে।

আরো পড়ুন

সর্বশেষ