বিমানবন্দরের কার্গো অগ্নিকাণ্ড তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ টিম

আরো পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে চারটি দেশকে বিশেষজ্ঞ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আগুনের উৎস ও দায় নির্ধারণে সহযোগিতা করবেন।

শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টায় ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগুন দ্রুত ছড়িয়ে পড়ার মূল কারণ ছিল ওই এলাকায় খাদ্যপণ্য সংরক্ষিত থাকা। সেখানে কোনো কেমিক্যাল মজুত ছিল না।” তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার ইউনিটগুলো ঘটনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছায়।

তিনি জানান, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট স্থাপনের কাজ দ্রুত শুরু করতে আলোচনা চলছে। পাশাপাশি প্রবাসী রেমিট্যান্স প্রেরণকারীদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কমাতেও সরকার উদ্যোগ নেবে।

ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিমান পরিচালনার জন্য থাকা ফায়ার ইউনিট কার্গো ভিলেজেও সমান দক্ষতায় কাজ করতে সক্ষম।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ