ব্যাটারির দোকানে বিদেশি মদ! ২৭ বোতলসহ ব্যবসায়ী আটক যশোরে

আরো পড়ুন

যশোরে একটি ব্যাটারি ও লুব্রিকেন্ট অয়েলের দোকান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দোকানের আড়ালে মদ বিক্রির অভিযোগে নাজমুল ইসলাম নয়ন (৩৫) নামে এক ব্যবসায়ীকে ২৭ বোতল বিদেশি মদসহ আটক করা হয়েছে।
ব্যাটারির আড়ালে চলছিল মদের কারবার
আটক নাজমুল ইসলাম নয়ন শহরের নিউ বেজপাড়া রোডের নজরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি শংকরপুর নতুন বাস টার্মিনালের পূর্বপাশের মোবারককাটি গ্রামের শহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, নয়ন টার্মিনাল এলাকায় ব্যাটারি ও মবিলের ব্যবসা করেন। সেখানে তাঁর একটি দোকান রয়েছে। গোপন সূত্রে খবর আসে যে, তিনি তাঁর দোকানে ব্যাটারি ও লুব্রিকেন্ট অয়েলের ব্যবসার আড়ালে বিদেশি মদ বিক্রি করে থাকেন।
এই খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অধিদপ্তরের সদস্যরা তাঁর দোকানটি ঘিরে ফেলেন এবং নয়নকে আটক করেন।
২৭ বোতল মদ জব্দ
আটকের পর দোকান তল্লাশি করে বিভিন্ন ব্যান্ডের ২৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
পরিদর্শক নাজমুল হোসেন খান আরও জানান, এই ঘটনায় আটক নাজমুল ইসলাম নয়নের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ