নবম শ্রেণির ছাত্রকে অপহরণ করে মারধর: যশোরে সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অভিযোগ

আরো পড়ুন

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণ ও মারধরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সিয়াম হোসেন (১৭)। সে বিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার হাফিজুর রহমানের ছেলে এবং বিরামপুর শিলা রায় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। পাশাপাশি, সে স্থানীয় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করত। এ ঘটনায় সিয়ামের মা স্বপ্না বেগম শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অপহরণ ও মারধরের কারণ
অভিযোগে জানা যায়, বিরামপুর এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী কালাম কসাই ও তার দল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, অস্ত্রের ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
সম্প্রতি, এই চক্রের কিছু অপকর্মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কালাম কসাই গং সন্দেহ করে যে এই ভিডিও ছড়ানোর পেছনে সিয়ামের হাত রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, প্রতিশোধ নিতে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাম কসাইয়ের নেতৃত্বে হালিম, প্লাবন, মোহন, রাহুল, তাছিন, কাইয়ুম, আব্দুল্লাহসহ আরও ৯-১০ জন সিয়ামকে তার বাড়ির সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এরপর তাকে কালাম কসাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারপিট করা হয় এবং তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশের উদ্ধার ও পরিবারের বিপাক
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিয়ামকে উদ্ধার করে তার বাবা-মায়ের জিম্মায় দেয়। এরপর রাতেই ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ করে।
অন্যদিকে, স্থানীয় সূত্র থেকে জানা গেছে, অভিযোগ দায়েরের পর সিয়ামের পরিবার এখন বিপাকে পড়েছে। মামলা তুলে নিতে বিভিন্ন মহল থেকে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি, শুক্রবার বিকালে কালাম কসাই গংয়ের পক্ষ থেকে সিয়ামের পরিবারের ওপর চাপ প্রয়োগ করে, তারা ঘটনায় জড়িত নয় মর্মে একটি ভিডিও বক্তব্যও আদায় করেছে বলে অভিযোগ উঠেছে।

আরো পড়ুন

সর্বশেষ