যশোর সদর উপজেলার ওসমানপুর গ্রামে এক মর্মান্তিক নাশকতার ঘটনায় মৎস্যচাষী ইকরামুল ইসলাম প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর মাছের ঘেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে সমস্ত মাছ মেরে ফেলেছে।
নিঃস্ব হয়ে গেলেন মৎস্যচাষী
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী ইকরামুল ইসলাম জানান, তিনি পরিবারের খোরাক ও ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন সমিতি ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এই মাছ চাষ শুরু করেছিলেন। এমনকি, এই ঘেরে টাকা বিনিয়োগ করতে তাঁকে বাড়ির গবাদি পশুও বিক্রি করতে হয়েছে।
কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করায় তাঁর ঘেরের সমস্ত মাছ মারা যায় এবং তিনি মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন।
তিনি হতাশা প্রকাশ করে বলেন, “এখন আমি সর্বস্বান্ত। ঋণের বোঝা মাথায় নিয়ে আর কিছু করার উপায় খুঁজে পাচ্ছি না। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, দোষীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হোক এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।”
এলাকায় ক্ষোভ ও আতংক
এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

