সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুসা আর নেই: মনিরামপুরে শোকের ছায়া

আরো পড়ুন

যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুসা আর নেই। আজ শনিবার (০৪ অক্টোবর) ভোরে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। দীর্ঘকাল ধরেই তিনি মনিরামপুরের সাধারণ মানুষের মাঝে গণমানুষের নেতা ও রাজনৈতিক অভিভাবক হিসেবে অত্যন্ত পরিচিত ও সম্মানিত ছিলেন।
তাঁর মৃত্যুতে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করে লিখেছেন, “অবিশ্বাস্য ঘটনা যে মানুষটি সুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল, তিনি আজ চিরতরে আমাদের মাঝে নেই। মহান আল্লাহ তাঁর আত্মা শান্তি দান করুন এবং শোকার্ত পরিবার ও সহকর্মীদের ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন।”
পরিবারের একজন সদস্যের ভাষ্যমতে, “গতকাল চাচাকে দেখতে গিয়েছিলাম। তিনি আগের তুলনায় ভালো ছিলেন, কথাও বলছিলেন। আর মাত্র একদিন পরই তিনি আমাদের মাঝে নেই—এটি সত্যিই মেনে নেওয়া কঠিন।”
আলহাজ্ব মুসার আকস্মিক প্রয়াণে তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতৃবৃন্দ মন্তব্য করেছেন, মণিরামপুরসহ যশোরের রাজনৈতিক অঙ্গনে এটি এক অপূরণীয় ক্ষতি।

আরো পড়ুন

সর্বশেষ