যশোরে ‘পুলিশ পরিচয়ে’ স্বর্ণ ডাকাতি: আন্তঃজেলা চক্রের চারজন ডিবি পুলিশের হাতে গ্রেফতার

আরো পড়ুন

যশোরের রাজারহাটে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর মামলায় যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আন্তঃজেলা চক্রের ০৪ (চার) জন সদস্যকে গ্রেফতার করেছে। এর আগে, প্রাথমিক তদন্তে আরও চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল।

ঘটনার বিবরণ
গত ১৪/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ৮টা ১০ মিনিটে, যশোর কোতোয়ালি মডেল থানাধীন রাজারহাট রেল ক্রসিংয়ে এই ডাকাতির ঘটনা ঘটে। ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে একটি প্রাইভেটকারের গতিরোধ করে। তারা স্বর্ণ ব্যবসায়ী সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু এবং দোকানের কর্মচারী মোঃ রাসেল গাজীকে চোখ বেঁধে এবং হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়।
এ সময় ডাকাতরা তাদের কাছ থেকে ১৯ ভরি ০৮ আনা স্বর্ণালঙ্কার, নগদ ২৬ হাজার টাকা এবং চারটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এরপর তারা মনিরামপুর থানাধীন ট্যাংরাখালী এলাকার একটি ফাঁকা জায়গায় চোখ বাঁধা অবস্থায় দুজনকে ফেলে রেখে পালিয়ে যায়।
এই ঘটনায় ১৫/০৭/২০২৫ তারিখে কোতোয়ালী থানায় মামলা (মামলা নং- ৫৫) রুজু করা হয়।
যেভাবে ধরা পড়লো চক্রটি
মামলার তদন্তকালে ডিবি পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়।
প্রথম ধাপে গ্রেফতার:
* গত ২০/০৯/২০২৫ তারিখে কোতয়ালী থানা ও ডিবি পুলিশের যৌথ দল মোঃ উজ্জল হোসেন ও মোঃ নিশান হোসেনকে গ্রেফতার করে।
* তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মোঃ মুসাব্বির হোসেন টুটুল ও রতন শেখকে গ্রেফতার করা হয়।
* গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ উজ্জল হোসেন এবং রতন শেখ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
দ্বিতীয় ধাপে গ্রেফতার (সাতক্ষীরায় অভিযান):
আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ সাতক্ষীরা জেলায় অভিযান চালায়। অভিযানে সাতক্ষীরার দেবহাটা থেকে রায়হানুল হক (৩১), সাতক্ষীরা নিউমার্কেট এলাকা থেকে গৌরাঙ্গ সরকার (৫০) এবং বিকাশ মজুমদার @বাবু (৪৩) এবং সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে মাহিন রহমান শাওনকে (২৮) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এই চারজন আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়। আসামিদের মধ্যে মাহিন রহমান শাওন এবং মোঃ রায়হানুল হক আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গ্রেফতারকৃত আসামিদের বিস্তারিত পরিচয়:
* মোঃ রায়হানুল হক (৩১): পিতা- মোঃ আয়ুব আলী, সাং- আবুরী মল্লিক পাড়া, মিরপুর, কুষ্টিয়া।
* গৌরাঙ্গ সরকার (৫০): পিতা- মৃত জানকিনাথ সরকার, সাং- দক্ষিণকাঠিয়া (আনন্দ পাড়া), সাতক্ষীরা সদর।
* বিকাশ মজুমদার @বাবু (৪৩): পিতা- গণেশ মজুমদার, সাং- ইটাগাছা ঘোষ পাড়া, সাতক্ষীরা সদর।
* মাহিন রহমান শাওন (২৮): পিতা- মোঃ আনিচুর রহমান, সাং- উত্তর পলাশপোল, সাতক্ষীরা সদর (মূলত ঝিকরগাছা, যশোর)।
উদ্ধার:
গ্রেফতারের পর আসামিদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি Infinix hot 50Pro মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই সফল অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রটির গুরুত্বপূর্ণ সদস্যরা আটক হওয়ায় স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ