দর্শনায় স্বর্ণ পাচারকারী নারী আটক, উদ্ধার ৩৫৪ গ্রাম সোনা

আরো পড়ুন

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দর্শনা এলাকায় চোরাচালান বিরোধী এক সফল অভিযান চালিয়ে আসমা খাতুন (২৫) নামে এক নারীকে আটক করেছে। তার কাছ থেকে ৩৫৪ গ্রাম ওজনের ৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৫৮ লাখ ৫৮ হাজার ৭৫৬ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসানের বিশেষ নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদি বিজিবি ক্যাম্পের একটি টহল দল কামারপাড়া সীমান্তের ৮০/১০ নং পিলারের বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি চালায়।
আটককৃত আসমা খাতুনের বিরুদ্ধে নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধার হওয়া সোনার বারগুলো আইনি প্রক্রিয়া শেষে চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ