শিক্ষার্থী রাকিব মাদবর হত্যায় দুই যুবক গ্রেপ্তার

আরো পড়ুন

মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে শিক্ষার্থী রাকিব মাদবরকে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার গভীর রাতে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে রানা সরদার (৩২) ও সিয়াম সরদার (২২) নামের এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারের প্রধান সড়কে এক ব্যাংকের সামনে বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র রাকিব মাদবরকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছিল। এ ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এ ঘটনায় রাকিবের পরিবার ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার এজাহারভুক্ত আসামি রানা ও সিয়ামকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরো পড়ুন

সর্বশেষ