হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের সময় ৬ বাংলাদেশি আটক

আরো পড়ুন

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বিওপির আওতাধীন জাম্বুরাছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবির টহল দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন: শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। তারা সবাই নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামের বাসিন্দা।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার একটি মানবপাচারকারী চক্রের সদস্য মো. তৌফিক, মো. মিলন ও মো. হাকিম জনপ্রতি ১০ হাজার টাকার বিনিময়ে তাদের অবৈধভাবে ভারত পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় সজাগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ