গাজায় যুদ্ধবিরতির জন্য বিশ্বজুড়ে জোরালো আহ্বান সত্ত্বেও, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইসরায়েলের কাছে প্রায় ৬৪০ কোটি ডলারের বিশাল অস্ত্র বিক্রির চুক্তি চূড়ান্ত করেছে। এই চুক্তির আওতায় ইসরায়েলকে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল (ট্যাংক) সরবরাহ করা হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিপুল পরিমাণ অস্ত্র গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে ব্যবহৃত হবে। চুক্তি অনুযায়ী, হেলিকপ্টারগুলোর দাম ৩৮০ কোটি ডলার, ট্যাংকের দাম ১৯০ কোটি ডলার এবং বাকি ৭০ কোটি ডলার গোলাবারুদ ও অন্যান্য যন্ত্রাংশের জন্য ধরা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৬ হাজারেরও বেশি আহত হয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই সংঘাত বন্ধে ছয়বার যুদ্ধবিরতির প্রস্তাব উঠলেও, যুক্তরাষ্ট্র প্রতিটি প্রস্তাবেই ভেটো দিয়েছে।
এমন পরিস্থিতিতে ফ্রান্স ও সৌদি আরব আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে, যেখানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়টি আলোচনায় আসবে। এর ঠিক আগেই যুক্তরাষ্ট্রের এই বড় অস্ত্রচুক্তি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে।

