যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন একটি মাছবোঝাই ট্রাকের চালক ও হেলপার। সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার একটি তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চালক রাজু ও হেলপার এরফান। তাঁরা দুজনেই সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, যশোর থেকে সাতক্ষীরাগামী একটি মাছবোঝাই ট্রাক মনিরামপুর বাজারসংলগ্ন তেল পাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে চলন্ত ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চালক রাজু ও হেলপার এরফান নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

