যশোরে ১০ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বদলি

আরো পড়ুন

যশোর জেলার রাজস্ব প্রশাসনে গতিশীলতা আনতে ১০ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বদলি করেছে জেলা প্রশাসন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার। তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মে জড়িত থাকা বিতর্কিত কর্মকর্তাদের বদলির আওতায় না আনায় জেলায় অসন্তোষ দেখা দিয়েছে।

জানা গেছে, গত ৮ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্বাক্ষরিত এক আদেশে একযোগে ১০ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে ৮ জনকে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে নজরুল ইসলাম ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা রকিব উদ্দিন গত ১০ জুলাই নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।

বদলি হওয়া কর্মকর্তারা ও তাদের কর্মস্থল:

  • শাহাদত হোসেন – পাঁচবাড়িয়া → নেহালপুর
  • বিষ্ণুপদ মল্লিক – নেহালপুর → কাটাখালী
  • আখতার হোসেন সাদী – রাজঘাট → চুড়ামনকাটি
  • আব্দুর রাজ্জাক – চুড়ামনকাটি → আড়পাড়া
  • শেখ শহিদুল ইসলাম – কাটাখালী → পাঁচবাড়িয়া
  • নুরুন্নাহার আক্তার – ভাটপাড়া → রাজঘাট
  • আসলাম হোসেন – ঝাঁপা → ভাটপাড়া
  • এস.এম. শফিউর রহমান – আড়পাড়া → ঝাঁপা
  • নজরুল ইসলাম – গোগা → ভোজগাতী
  • রকিব উদ্দিন (উপ-সহকারী) – বেনাপোল → গোগা

অফিস আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কেউ যোগদান না করলে সংশ্লিষ্ট পদ তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবে।

তবে বদলির তালিকায় বিতর্কিত ও অভিযোগসাপেক্ষ কিছু কর্মকর্তা বাদ পড়ায় জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তারা অভিযোগ করেছেন, কিছু কর্মকর্তা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনভোগান্তির সঙ্গে জড়িত থাকলেও ‘অজ্ঞাত কারণে’ তাদের বদলি করা হয়নি। ফলে বদলির সিদ্ধান্তে স্বচ্ছতা নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিষয়েও যাচাই-বাছাই চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ