নিচে আপনার প্রদত্ত তথ্যে ভিত্তিযশোর এমএম কলেজে বহিরাগতদের ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—রুপদিয়া উত্তরপাড়ার ইউনুস আলীর ছেলে ইমরান আল মাসুদ বুখারী ও রাজবাড়ীর পাংশা উপজেলার ভেল্লাবাড়িয়া গ্রামের দেলোয়ার খন্দকারের ছেলে সাজ্জাদ খন্দকার। সাজ্জাদ বর্তমানে যশোর শহরের কাজীপাড়া মানিকতলা এলাকায় বসবাস করছেন।
কোতোয়ালি থানার এসআই শহিদুল ইসলাম জানান, রোববার দুপুরে মোটরসাইকেল নিয়ে এমএম কলেজে প্রবেশ করেন ওই দুই যুবক। উল্টোপাল্টা চালানোর কারণে শিক্ষার্থী আসিফ মাহমুদের বাইসাইকেলে ধাক্কা লাগলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমরান তার কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে শিক্ষার্থী আব্দুস সামাদ ও নাইমুল ইসলাম নোমানকে ছুরিকাঘাত করেন। এসময় আরও শিক্ষার্থীদের হত্যার হুমকি দেয় সে।
ঘটনার পর অন্যান্য শিক্ষার্থীরা একত্র হয়ে দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের হেফাজতে নেয় এবং তাদের কাছ থেকে বার্মিজ চাকু ও মোটরসাইকেল জব্দ করে।
আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কলেজের শিক্ষার্থী কামরুল হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পুলিশ রোববার সন্ধ্যায় অভিযুক্তদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন

