চৌগাছার খুনিকে নারায়নগঞ্জ থেকে আটক করছে পিবিআই

আরো পড়ুন

ঘুমন্ত অবস্থায় বাবা শরিফুল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে চার মাসেরও বেশি সময় পর পলাতক ছেলে রমিম ইসলামকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। শুক্রবার (২০ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ঠাকুরবাড়ি টেক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত চাপাতিটিও উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটে গত ৭ মার্চ, রমজানের শুরুতে সেহরির সময় যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে। পিবিআই জানায়, রমিম একজন মাদকাসক্ত। তিনি কোনো ধরনের কাজ করতেন না এবং প্রায়ই বাবার কাছ থেকে টাকা নিয়ে নেশা করতেন। আগের স্ত্রী তাকে তালাক দেওয়ার পর তিনি তার সৎমায়ের বোনের মেয়েকে (খালাতো বোন) বিয়ে করেন। এসব বিষয় নিয়ে প্রায়ই বাবার সঙ্গে তার বিরোধ হতো।

ঘটনার দিন রমিমের সৎমা সেহরির জন্য উঠলেও শরিফুল ঘুমিয়ে ছিলেন। সেই সময় রমিম চাপাতি নিয়ে ঘুমন্ত বাবার ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনায় চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং রূপগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পিবিআই রমিমকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, হত্যায় ব্যবহৃত চাপাতি তার গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয়।

 

আরো পড়ুন

সর্বশেষ