যশোর-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর আশ্বাস, চলবে পদ্মা সেতু হয়ে

আরো পড়ুন

নতুন কোচ প্রাপ্তির ভিত্তিতে আগামী বছরের মার্চ-এপ্রিলে যশোর-ঢাকা রুটে আরেকটি নতুন ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। গতকাল (শনিবার) বিকেলে যশোর রেলওয়ে জংশন পরিদর্শন শেষে বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।

তিনি জানান, আগামী জানুয়ারি থেকে পর্যায়ক্রমে রেলওয়ের বহরে যুক্ত হবে ২০০টি নতুন কোচ। এসব কোচ যুক্ত হলে বিভিন্ন রুটে নতুন ট্রেন চালু করা যাবে। এর অংশ হিসেবে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে একটি ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এই ট্রেনটি চালু হলে যশোরবাসী সকালে ঢাকায় গিয়ে আবার রাতেই যশোরে ফিরে আসতে পারবেন।

রেলপথ মহাপরিচালক বলেন, “রেলওয়ের নানা সমস্যা ও সংকট চিহ্নিত করে তা নিরসনের লক্ষ্যে আমরা এই অঞ্চল পরিদর্শন করছি। নতুন বছরে রেলওয়ের উন্নয়নে পরিকল্পনা গ্রহণে এই পরিদর্শন কার্যকর ভূমিকা রাখবে।”

মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

  1. যশোর-ঢাকা-পদ্মা সেতু লিংক প্রজেক্টে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা এবং দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি করে নতুন ট্রেন চালু করা,
  2. প্রতিদিন যশোর থেকে ঢাকায় গিয়ে ফিরে আসার উপযোগী সময়সূচিতে ট্রেন চালানো,
  3. আন্তঃনগর ট্রেনে সুলভ বগি সংযুক্ত করা,
  4. ট্রেনের ভাড়া বাস ভাড়ার চেয়ে কম রাখা,
  5. টিকিট প্রাপ্তি সহজ করা,
  6. সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা চালু করা।

এছাড়াও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ রেল মহাপরিচালকের কাছে পৃথক স্মারকলিপি হস্তান্তর করেন। সেখানে যশোরে কন্টেইনার টার্মিনাল স্থাপনসহ আমদানি-রফতানির সুবিধার্থে ব্যবসাবান্ধব পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

আরো পড়ুন

সর্বশেষ