পহেলা বৈশাখ উপলক্ষে যশোরে দিনব্যাপী ব্যতিক্রমী এক উৎসবের আয়োজন করেছিল সাংস্কৃতিক সংগঠন ব্যঞ্জন যশোর। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হয় এই প্রাণবন্ত বৈশাখী আয়োজন।
‘শুভ কল্যাণে জাগো, আনন্দে জাগো, মানুষের তরে, তারুণ্য জাগো হে’—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে সাজানো হয় পুরো অনুষ্ঠানস্থল। উৎসবে পরিবেশিত হয় নাচ, গান, কবিতা, ছড়া, নাটকসহ নানা সাংস্কৃতিক উপস্থাপনা।
সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পায় নাটক ‘চন্দ্র হত্যা’, যেখানে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরা হয়। নাটকটি রচনা ও নির্দেশনা দেন ব্যঞ্জন যশোরের সাধারণ সম্পাদক আসিফ খান। অভিনয়ে অংশ নেন শারমিন সুলতানা সাথী, মৌমিতা আক্তার, তুষার, নিলয়, রাহাতসহ আরও অনেকে।

সঙ্গীত পরিবেশন করেন সেরাকণ্ঠ খ্যাত নান্নু, অতনু, মামা রফিক, শারশতী মণ্ডল ও অর্পাসহ স্থানীয় শিল্পীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোস্তফা কামাল বনি, শব্দ থিয়েটারের মাসুদ জামান এবং রাতদিন নিউজের ওয়াসিম হোসেন।
রাত ১০টার দিকে অনুষ্ঠানের পর্দা নামে শিল্পী ও আয়োজকদের কণ্ঠে ধ্বনিত স্লোগানে—“শুভ কল্যাণে জাগো, আনন্দে জাগো, মানুষের তরে, তারুণ্য জাগো হে।”

