বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপনে যশোর নগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বৈশাখী ফুটবল উৎসব। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে যশোর সরকারি এম এম কলেজ মাঠে এর উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “বাংলাদেশ দীর্ঘদিন ধরে দমনমূলক শাসনের মধ্যে ছিল। এখন সময় এসেছে পরিবর্তনের। খেলাধুলা ও সংস্কৃতি হবে আমাদের অগ্রযাত্রার চালিকাশক্তি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর নগর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
এছাড়া যশোর চেম্বার অব কমার্স সভাপতি মো. মিজানুর রহমান খান, এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠটি পরিণত হয় উৎসবের মিলনমেলায়। আয়োজকরা জানান, কয়েকদিনব্যাপী এই ফুটবল উৎসবে বিভিন্ন দল অংশ নেবে।
রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্রীড়ার প্রসারে এ আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

