নড়াইলে বিএনপি নেতার কব্জি কেটে বিচ্ছিন্ন: গ্রেফতার ও শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

আরো পড়ুন

 

নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতা মিরাজুল ইসলামের ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বুধবার এড়েন্দা বাজারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, উপজেলা সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক সেলিমসহ অন্যান্য নেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজুল ইসলাম ফকির ও ইউপি সদস্য রওশন কাজীর মধ্যে পুরনো বিরোধের জেরে গত মঙ্গলবার রওশন কাজীর অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে মিরাজের বাড়িতে হামলা চালায়। এতে মিরাজের ডান হাতের কব্জি কেটে ফেলা হয় এবং পরিবারের আরও চারজন আহত হন।

গুরুতর আহত মিরাজ ও তার ভাই ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় লিটন কাজী ও মিন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

 

আরো পড়ুন

সর্বশেষ