চাঁদপুরের শাহরাস্তিতে যুবককে কুপিয়ে ও গলাকেটে হ*ত্য*

আরো পড়ুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামে একটি প্রবাসীর বাড়ির ছাদে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গলা*কে* হত* করা হয়েছে।

সোমবার রাতে সৌদি প্রবাসী আবুল হোসাইন মানিকের বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আলমগীর, মো. শহীদ উল্লাহর ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

হত্যার ঘটনা ও প্রতিবেশীদের বক্তব্য

প্রবাসীর স্ত্রী খোদেজা বেগম জানান, তাদের বাড়ির শিপন এশার নামাজ পড়ে ফেরার সময় ছাদে কিছু সন্দেহজনক বিষয় লক্ষ্য করেন এবং পরিবারের লোকজনকে খবর দেন। পরে গিয়ে তারা আলমগীরকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এরপর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়

চিতোষী পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. বেলাল বলেন, “আলমগীর এলাকায় মাইকিংয়ের কাজ করতেন এবং তাকে সহজ-সরল মানুষ হিসেবে জানতাম। তার শত্রু থাকার কোনো তথ্য আমার জানা নেই।”

পুলিশের তদন্ত

শাহরাস্তি থানার ওসি আবুল বাশার জানান, হত্যাকাণ্ডটি সন্ধ্যা ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে ঘটতে পারে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে, তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে।

আরো পড়ুন

সর্বশেষ