বারো কেজি গাঁজাসহ যশোরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরো পড়ুন

যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যরা বারো (১২) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সরবরাহের তথ্যের ভিত্তিতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ১৮ মার্চ ২০২৫ তারিখ দুপুর ১২:১৫ মিনিটে যশোরের উপশহর ইউনিয়নের খাজুরা বাসস্ট্যান্ড মোড়, হোটেল আল-সাফার সামনে থেকে মো. শান্ত আহম্মেদ (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় হলেও বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকায় বসবাস করছিলেন।

গ্রেফতারের সময় শান্ত আহম্মেদের হাতে থাকা ট্রাভেল ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করতেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৬, যশোরের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাসেল।

আরো পড়ুন

সর্বশেষ