হামজার স্বপ্ন, ষোলো কোটি মানুষের আশার আলো

আরো পড়ুন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীর যোগদান নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সোমবার দেশে ফিরেই সিলেটি ভাষায় আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন, ‘ইনশাআল্লাহ উইন খরমু।’

সৌদি আরবে অনুশীলন শেষে আজ সকালে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল। কয়েকদিন অনুশীলন শেষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে উড়াল দেবে দলটি। সেই ম্যাচে থাকছেন হামজা চৌধুরীও।

জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বলছেন, হামজার দলে যোগদান বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তিনি বলেন,
“সব খেলোয়াড় তার সাথে অনুশীলন করতে মুখিয়ে আছে। প্রায় প্রতি সপ্তাহেই তার সাথে আমার যোগাযোগ হয়েছে। আমরা এখন তার সাথে পরিকল্পনা করতে চাই, কিভাবে ভারতকে হারানো যায়।”

হামজার প্রশংসায় কাবরেরা বলেন,
“প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা, নেতৃত্ব ও পেশাদারিত্ব দলকে অনেক সহায়তা দেবে। আমার মনে হয়, সেও জাতীয় দলের হয়ে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।”

আগামী ২৫ ফেব্রুয়ারি শিলংয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচকে সামনে রেখে দল গোছানোর কাজ করছেন কাবরেরা। স্বাগতিক ভারতকে এগিয়ে রাখলেও কঠিন প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি

 

আরো পড়ুন

সর্বশেষ