জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ নাগরিক পার্টি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে যাচ্ছে।
এই দলের নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম, যিনি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন।
নতুন দল গঠনের প্রক্রিয়ায় সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরাও যুক্ত হচ্ছেন।
তবে, দল গঠনের পদ্ধতি ও নেতৃত্ব নিয়ে কিছু মতবিরোধ দেখা দিয়েছে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতিতে দল গঠনের আহ্বান জানিয়েছেন।
নতুন রাজনৈতিক দলটি দেশের প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে গিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করবে।

