আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন, আতঙ্কে স্ত্রীর মৃত্যু

আরো পড়ুন

কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহানের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কে স্ট্রোক করে তার স্ত্রী আকলিমা বেগম (৭০) মারা গেছেন। ঘটনাটি ঘটে ২৬ ফেব্রুয়ারি রাতে।

শাহজাহানের পরিবারের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দিয়েছে। তবে পুলিশ বলছে, আগুন লাগার পেছনে অন্য কারণ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে আকলিমা বেগম বাড়ির পাশে তাদের পোল্ট্রি ফার্ম দেখতে গিয়েছিলেন। এ সময় বসতঘরের পেছনের কক্ষের এসি বিস্ফোরিত হয়। বিকট শব্দ ও আগুন দেখে তিনি ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহজাহানের ভাই অ্যাডভোকেট আরকান মিয়া অভিযোগ করেন, তাদের বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে, যার ফলে তার ভাবি ভয় পেয়ে স্ট্রোক করেন। তিনি আরও জানান, এর আগেও ৫ আগস্টের পর তাদের বাড়িতে একবার আগুন দেওয়া হয়েছিল।

বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান বলেন, আগুন খুব বেশি ছড়ায়নি। এসি বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি তদন্ত করছে।

আরো পড়ুন

সর্বশেষ