চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ায় পূর্ব শত্রুতার জেরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বারঘরিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশিদ হারুনসহ ৬ জন আহত হন। এ ঘটনায় পুলিশ সাকিব নামে একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বারঘরিয়া বাজারে রাকিবের নেতৃত্বে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহতদের মধ্যে হারুন চেয়ারম্যান ছাড়াও শারমিন, শিহাব, রহমত, নাজমুল ও সাকিব রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নামে এক ব্যক্তির সঙ্গে চেয়ারম্যান হারুন-অর-রশিদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে হারুন চেয়ারম্যান চায়ের দোকানে বসে থাকার সময় তার ওপর হামলা চালানো হয়। ককটেল বিস্ফোরণের পর হামলাকারীরা তাকে মারধর করে, যার ফলে তার বাম হাত ভেঙে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জের আড়াই’শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে হারুন চেয়ারম্যানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি মতিউর রহমান জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

