ঢাকায় গ্রেফতার যশোর আ’লীগ নেতা শেখ আতিকুর বাবু

আরো পড়ুন

যশোর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু আবারও গ্রেফতার হয়েছেন। জানা গেছে, তিনি ঢাকার ফার্মগেট তেজকুনি পাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।
473660835 1679314623007416 8168427942540732427 n.jpg? nc cat=109&ccb=1 7& nc sid=0024fc& nc ohc=nunEv9n1qmkQ7kNvgGsBxYr& nc zt=23& nc ht=scontent.fjsr17 1

এর আগে যশোরে একটি নাশকতার মামলায় গ্রেফতার হয়ে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান এবং নির্ধারিত দিনে আদালতে হাজিরাও দেন। ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার পর তাকে আবার গ্রেফতার করা হয়। তবে ঢাকায় কোন মামলায় তাকে আটক দেখানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জাগো/মেহেদী

 

আরো পড়ুন

সর্বশেষ