পুলিশ বক্সের পাশে মিলল কম্বলে মোড়ানো নবজাতক শিশু

আরো পড়ুন

ঢাকার গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের পাশে কম্বল ও তোয়ালে মোড়ানো অবস্থায় এক নবজাতক ছেলেশিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মহানগর নাট্যমঞ্চ সংলগ্ন ফুটপাতে নবজাতকটি পাওয়া যায়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল আলম জানান, স্থানীয় ভবঘুরে মুন্নীসহ কয়েকজন নবজাতকটিকে দেখে উদ্ধার করেন। কোনো স্বজন পাওয়া না যাওয়ায় শিশুটিকে থানায় নিয়ে আসা হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেকের নবজাতক বিভাগের মেডিক্যাল অফিসার ডা. ইসমাত জানিয়েছেন, শিশুটি অপরিপক্ক অবস্থায় জন্মগ্রহণ করেছে এবং তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। ওজন কম ও অন্যান্য জটিলতার কারণে তার বিশেষ যত্ন প্রয়োজন। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনাটি মানবিক দিক থেকে গভীর চিন্তার উদ্রেক করছে। নবজাতকটির ভবিষ্যৎ নিয়ে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

  • জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ