বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি

আরো পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালানোর ঘটনায় হাবিল নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি নামোপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বেলাল।

শাহবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মোহা. কাসেদ আলী জানান, শনিবার (২৫ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৪টার দিকে গমের খেতে পানি দিতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে তিনি আহত হন। তিনি বলেন, হাবিল খুব ভালো ছেলে এবং তার বিরুদ্ধে কোনো মামলা বা চোরাকারবারের অভিযোগ নেই।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে সাত থেকে আটজন চোরাকারবারি ভারতে প্রবেশ করলে বিএসএফ দুই থেকে তিন রাউন্ড গুলি চালায়। এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। বিস্তারিত পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

আরো পড়ুন

সর্বশেষ