হাসনাত-সারজিসের গাড়িতে ট্রাকের ধাক্কা

আরো পড়ুন

চট্টগ্রামে ঘটনার পরদিনই আবারও ঢাকায় ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলমের গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী ব্রিজের দিকে যাওয়ার সময় একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়। যদিও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হাসনাত ও সারজিস আলম অক্ষত রয়েছেন।

এর আগে বুধবার রাতেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। ওই সময় শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে চট্টগ্রাম থেকে ফেরার পথে হাসনাত ও সারজিসের বহরে থাকা একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়। বহরে থাকা সদস্যরা এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেন।

লোহাগাড়া থানার এএসআই আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুনতির ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে এবং জিডির প্রক্রিয়া চলছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

গাড়ি বহরের আরেক সদস্য আহমদ উল্লাহ সাকিব বলেন, “কবর জিয়ারত শেষে ফেরার সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমাদের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। আমরা বাইকে গিয়ে ট্রাকটি থামানোর চেষ্টা করলে আমাদের ওপরও চাপা দেওয়ার চেষ্টা করে।”

নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আন্দোলনের নেতারা এ ধরনের ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ