যশোর
যশোর আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইসকন সদস্যরা আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করেছে। তারা বলেন, ইসকন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, সৈয়দ সাবেরুল হক সাবু, এম এ গফুর, এবং রোকনুজ্জামান।
মনিরামপুর (যশোর)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পৌর শহরের দক্ষিণ মাথায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ইসকন নিষিদ্ধ এবং সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবি জানান। সভায় অংশ নেন স্থানীয় ছাত্র সংগঠন ও ইসলামী সংগঠনের নেতারা।
সাতক্ষীরার তালা
তালায় উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পুরাতন তালা বি দে মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হয়ে বাজারের তিন রাস্তার মোড়ে পথসভা হয়। বক্তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে দ্রুত নিষিদ্ধের দাবি জানান।
মাগুরা
মাগুরা জেলা জজ আদালতের সামনে আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা ইসকনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)
চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়। রাত সাড়ে ৯টায় জিয়া মোড় থেকে শুরু হওয়া মিছিল পুরো ক্যাম্পাস ঘুরে প্রধান ফটকে সমাবেশে মিলিত হয়। পাঁচ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। তারা স্লোগানের মাধ্যমে ইসকনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
স্লোগান ও দাবি
বিক্ষোভকারীরা ‘ইসকনের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করছে। দ্রুত ইসকনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে ২৪-এর ছাত্রজনতা আবারও আন্দোলনে নামবে।
এই বিক্ষোভ ও সমাবেশগুলোতে ইসকনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

