অভয়নগরে রবিউল হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

আরো পড়ুন


যশোরের অভয়নগরে ছুরিকাঘাতে নিহত রবিউল হাওলাদার (৪৩) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) রাতে নিহতের মেয়ে রহিমা খাতুন বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে এ মামলা করেন। পুলিশ ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

প্তারকৃতরা হলেন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের গরুহাটা এলাকার রাঙ্গা মোল্যার ছেলে ওহিদুল ইসলাম (২০) এবং একই এলাকার মোহাম্মদ বাবু ওরফে র‌্যাব বাবুর ছেলে শাহীন (২২)।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন গরুহাটা এলাকায় রবিউল হাওলাদারকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন ওহিদুল এবং শাহীন। রবিউলকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে তিনি মারা যান।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল রিম জানান, রবিউল হত্যার ঘটনায় মামলা দায়েরের পর প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের যশোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ