যশোরে নবদম্পতিকে চাকুর ভয় দেখিয়ে ছিনতাই

যশোরের আরবপুর ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে নবদম্পতিকে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ছিনতাইকারীরা ১৫ হাজার টাকা নগদ এবং মালয়েশিয়ান ১ হাজার রিংগিত লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আবু তাহের কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাঘারপাড়া উপজেলার মামুদালীপুর গ্রামের হেকমত আলী মণ্ডলের ছেলে আবু তাহের দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থান করার পর গত ১ নভেম্বর দেশে ফেরেন। চার দিন আগে তিনি বিয়ে করেন। সোমবার দুপুর ১টার দিকে স্ত্রী মারিয়া খাতুনকে সঙ্গে নিয়ে রিকশাযোগে আরবপুর ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় ২-৩ জন ছিনতাইকারী দুটি মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে। একটি মোটরসাইকেলের নম্বর ছিল যশোর-ল-১৬-৮৭২৮।

ছিনতাইকারীরা চাকু দেখিয়ে ভয় দেখিয়ে তাদের কাছ থকে নগদ ১৫ হাজার টাকা, মালয়েশিয়ান ১ হাজার রিংগিত এবং দুটি সিমকার্ড ছিনিয়ে নেয়। এ সময় তারা নবদম্পতিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারধরের হুমকি দেয়।

আবু তাহেরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।