চুয়াডাঙ্গায় ৬০০ ভরি রুপাসহ আটক দুই

আরো পড়ুন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় ৬০০ ভরি রুপাসহ দুজনকে আটক করেছে বিজিবি। বুধবার (১ নভেম্বরর) দুপুর ২টার দিকে উপজেলার বারাদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দর্শনার হৈবতপুর গ্রামের আবুল কাসেমের ছেলে আবু বক্কর (২২) ও একই গ্রামের হিসাব আলীর ছেলে আমির হামজা (২৩)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় স্কচটেপ মোড়ানা ৬টি পলিথিনের প্যাকেট থেকে ৬ কেজি ৯৯০ গ্রাম (৫৯৯ দশমিক ২৮ ভরি) রুপা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় হাবিলদার মনির হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন। আর উদ্ধার রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ