চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার নতুন তেতুলিয়া গ্রামে মাদ্রাসায় পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শিহাব (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক শিহাব একই গ্রামের রফিকুল ইসলাম টেনার ছেলে। মামলায় অভিযুক্ত আরও দুইজন এখনও পলাতক।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তিন দিন আগে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে কিশোরীটিকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেয় শিহাব ও তার দুই সহযোগী। এরপর এক দোকান থেকে খাবার কিনে দিয়ে বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে ঘটনাটি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেয়।
কিশোরীর মা জানান, প্রথমে মেয়ে কাউকে কিছু বলেনি। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিস্তারিত ঘটনা জানায়। পরিবারের মান-সম্মানের কথা ভেবে বিষয়টি গ্রাম্যভাবে মীমাংসার চেষ্টা হলেও সঠিক বিচার না পেয়ে মেয়েকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা ঘটনাটি ‘পুলিশ কেস’ হিসেবে উল্লেখ করলে পরিবার জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, “অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শিহাবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

