খুলনা-ঢাকা রুটে পদ্মা সেতু দিয়ে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

আরো পড়ুন

খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু দিয়ে প্রথম যাত্রীবাহী ট্রেন হিসেবে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছেছে।

এর আগে, বুধবার (১ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে ট্রেনটি খুলনা রেল স্টেশন ছেড়ে আসে। খুলনা থেকে ২২৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি। যাত্রাপথে অন্যান্য স্টেশন থেকে আরও যাত্রী উঠবে।

নতুন এই রুটে ট্রেনটি যমুনা সেতুর পরিবর্তে কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যায়। এতে সময় কমে গেছে অন্তত ২ ঘণ্টা।

খুলনা রেল স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি ১৩টি বগি নিয়ে ঢাকায় গেছে। সুন্দরবন ট্রেনে মোট আসন সংখ্যা ৮৬০টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি বার্থ ৪৮টি ও স্নিগ্ধা ৩২০টি। আর ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের আসন সংখ্যা হবে ৯০৮টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি সিট ৯৬টি ও স্নিগ্ধা ৩২০টি।

খুলনা রেল স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, আগের রুটের তুলনায় বর্তমান রুটে ভাড়া খুব একটা বাড়েনি বা কমেনি।

খুলনা-ঢাকা রুটে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ায় খুলনার মানুষ খুশি। তারা মনে করছেন, এতে খুলনা ও ঢাকার মধ্যে যোগাযোগ আরও সহজ হবে এবং সময় কম লাগবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ