চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের অভিযানে ৬৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ২

আরো পড়ুন

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬৬৮ বোতল ফেন্সিডিল ও একটি ট্রলি গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জীবননগর থানাধীন কয়া ঈদগাহ ময়দানের গেইটের সামনে প্রধান সড়ক থেকে তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জীবননগর থানার এসআই মিজানুর রহমান। আটকরা হলেন—জীবননগর উপজেলার আ. রহমান (৩০) ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার এনামুল হক (৩৪)।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশনায় এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।?

আরো পড়ুন

সর্বশেষ