‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’ এ শ্লোগানকে সামনে নিয়ে যশোরে উদযাপিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২২।
শনিবার (২৯ অক্টোবর) যশোর জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতেই উপস্থিত সকলকে নিয়ে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে পুলিশ লাইন্স গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে পুলিশ লাইন্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
এরপর অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন।

তিনি বলেন, এবারের দিবসটির প্রতিপাদ্য হলো ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’। আমরা সকলে এই শ্লোগানকে মনে-প্রাণে ধারণ করবো। সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কার্যক্রম দূর করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। একই সাথে তিনি বাংলাদেশ পুলিশের আরো একটি সেবা বিট পুলিশিং সম্পর্কে আলোচনা করেন।
তিনি আরো বলেন, এটি একেবারে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবাটা পৌঁছে দিচ্ছে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন যশোর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, আমাদের জেলা পুলিশ যশোরের সম্মানিত পুলিশ সুপার ও অত্র অনুষ্ঠানের সভাপতি প্রলয় কুমার জোয়ারদার মহোদয় জরুরি কাজে অন্যত্র থাকায় তারই দিক-নির্দেশনা মোতাবেক আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বে জেলা পুলিশ দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, সমাজ থেকে অপরাধমূলক কার্যক্রম দূর করতে কমিউনিটি পুলিশিং ফোরাম তথা আপনাদের ভূমিকা অপরিসীম। আপনাদের তথ্য ও সচেতনতায় আমাদের কাজকে আরো বেশি সাফল্যমণ্ডিত ও বেগবান করে।
তিনি কঠোর ভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখানে কোনো প্রকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড করা যাবেনা। আমাদের পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে জেলা পুলিশের প্রতিটা ইউনিট কাজ করে যাচ্ছে।
পরিশেষে তিনি উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উক্ত ফোরামের সদস্য সচিব ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে.এম ইকবাল হোসেন, কোতোয়ালী মডেল থানা কমিউনিটি ফোরামের সভাপতি হারুন অর রশিদ, শার্শা থানা কমিউনিটি ফোরামের সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল ও চৌগাছা থানার এসআই (নিঃ) বিপ্লব সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, বীব মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক গোষ্ঠীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, অফিসার ও ফোর্সবৃন্দ।

