বাংলাদেশের আত্মিক উন্নয়ন সব দেশ অনুসরণ করবে: কলকাতা প্রেসক্লাবে তথ্যমন্ত্রী

আরো পড়ুন

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বস্তুগত আর্থিক উন্নয়নের পাশাপাশি মানুষের আত্মিক উন্নয়নের প্রয়োজন। বাংলাদেশ সেই লক্ষ্যে এগিয়ে চলেছে। আমাদের মূল্যবোধের উন্নয়ন একসময় পৃথিবীর অন্য সব দেশ অনুসরণ করবে।

কলকাতা প্রেসক্লাবের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন বিষয়ে বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা বলেন। তিনি বাংলাদেশের স্বপ্নের উন্নয়নের ছবি তুলে ধরেন।

শনিবার সকালে কলকাতা প্রেসক্লাবের সভা ঘরে ‘থটস অফ ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের তথ্যমন্ত্রী বলেন, ইউরোপের উন্নয়নে ভালোবাসা হারিয়ে গেছে। আমরা তেমন উন্নয়ন চাই না। আমাদের আত্মিক উন্নয়নের মধ্য দিয়ে পৃথিবীকে আমরা পথ দেখাব। আমাদের দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে।

হাছান মাহমুদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন পৃথিবীর অনেক দেশের কাছে ঈর্ষার কারণ হয়েছে। যখন আমাদের দেশে ৫ কোটি জনসংখ্যা ছিল, তখন খাদ্য সমস্যা ছিল। এখন ১৭ কোটি জনসংখ্যা, কিন্তু দেশে কোনো খাদ্য সমস্যা নেই। এটা কোনো জাদুর কারণে হয়নি, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। বাংলাদেশে এখন কোনো ভিখারি নেই। ভাত দাও বলে কেউ লোকের দুয়ারে ঘোরে না। তবে প্রফেশনাল ভিখারি আছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে কোনো গৃহহীন থাকবে না বলে পরিকল্পনা নিয়েছে। প্রত্যেকটি বাড়িতে ইতোমধ্যে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। অনুন্নত দেশ থেকে আমরা এখন উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছি। আর এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে।

বাংলাদেশের উন্নয়ন নিয়ে কলকাতা প্রেসক্লাবের আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজারের এমপি সাইমুম সারোয়ার কমল, কলকাতার বাংলাদেশ দূতাবাসের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ