চুয়াডাঙ্গায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএস ইস্রাফিল, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল হোসেন।
এছাড়াও ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের মানুষ উপস্থিত ছিলেন।

