রূপসা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ মাহাতাবের মরদেহ উদ্ধার

আরো পড়ুন

খুলনায় নৌ দুর্ঘটনায় নি‌খোঁজ মাহাতা‌বের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে তার মরদেহ রূপসা রেলসেতুর প‌শ্চিমপাড় থে‌কে উদ্ধার করা হয়।

কেএমপি সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) ই‌লিয়াস মাতবর ব‌লেন, মাহাতা‌বকে উদ্ধা‌রের জন্য সকা‌লে নৌ পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের ডুবরী সদস্যরা অ‌ভিযা‌নে না‌মে। সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে মাহাতা‌বের মর‌দেহ লবনচরা থানাধীন রূপসা রেলসেতুর প‌শ্চিম তী‌রে ভে‌সে উ‌ঠে।

তি‌নি আরো ব‌লেন, রা‌তের দি‌কে নদী‌তে বাল্কহেড চলাচ‌লে নি‌ষেধাজ্ঞা র‌য়ে‌ছে। তারা নি‌র্দেশ অমান্য ক‌রে এ‌টি চা‌লি‌য়ে‌ছে। নৌ দুর্ঘটনা ঘ‌টিয়ে বাল্কহেড সেতুর পা‌শে রে‌খে পা‌লি‌য়ে যায়। ঘটনার দিন রা‌তে ই‌ঞ্জিন চা‌লিত ট্রলার যো‌গে নিহত মাহাতাবসহ ৭ জন ফ‌রেস্ট বিভা‌গের কি‌ছু মালামাল নি‌য়ে হিরণ প‌য়ে‌ন্টের উ‌দ্দে‌শ্যে রওনা হয়। যাত্রা শুরু করার কিছুক্ষণ পর বাল্ক‌হেড ও ট্রলা‌রের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এসময় ট্রলার‌টি ভে‌ঙ্গে নদী‌তে ডু‌বে যায়। ৬ জন সাতার কে‌টে তী‌রে আস‌তে পার‌লেও মাহাতাব ফি‌রে আস‌তে পা‌রে‌নি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ