কক্সবাজারের টেকনাফ থেকে অবৈধভাবে মালয়েশিয়া পাড়ি জমানোর সময় সাগরে ট্রলারডুবির ঘটনায় তিন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৪৫ জনকে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। তবে সেই সংখ্যাটা ঠিক কত তা স্পষ্ট নয়।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাহারছড়ার শীলখালী এলাকা থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করার কথা জানায় পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, ট্রলারডুবির ঘটনায় তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৪৫ জনকে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কোস্টগার্ডের সহযোগিতায় উদ্ধার কাজ চলমান আছে। ট্রলারে কতজন রোহিঙ্গা ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। এখনো কতজন নিখোঁজ আছেন তাও বলা যাচ্ছে না।
উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ ও কোস্টগার্ড। ফিরে আসা রোহিঙ্গাদের ভাষ্যমতে আরো অনেকে নিখোঁজ আছেন। প্রাণহানির সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

