দর্শনায় হামলার অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

আরো পড়ুন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় হামলার অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১২ টার দিকে দর্শনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন দর্শনা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাবির হোসেন মিকা।

সংবাদ সম্মেলনে সাবির হোসেন মিকা বলেন, আমার ওপর আনিত অভিযোগ করে গতকাল যে মানববন্ধন করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার রেল বাজারের আক্তারুল ইসলাম মার্কেটের রুদ্র টেলিকমের সত্ত্বাধিকারী জাহিদুল ইসলাম গত ১৪ জুলাই তার ট্রেড লাইসেন্স আনতে পৌর কর্তৃপক্ষের নিকট গেলে জাহিদুল ইসলামের হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কাগজপত্রাদি সঠিক থাকা সত্ত্বেও মার্কেটের মালিকের হোল্ডিং ট্যাক্স পরিশোধ নেই এই অজুহাতে তার ট্রেড লাইসেন্সটি ইস্যু করে না। সেই সাথে অসদাচরণ করে। পরবর্তীতে ১৭ জুলাই রবিবারে মার্কেট মালিক তার হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে। পুনরায় জাহিদুল ইসলাম তার কর্মচারী মুস্তাককে দিয়ে দর্শনা পৌরসভার ট্রেড লাইসেন্স করতে গেলে তাকেও লাইসেন্সটি প্রদান করে না বরং লাইসেন্স হবে না বলে জানিয়ে দেয়।

দর্শনা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে বিষয়টি আমাকে জানালে বিষয়টি জানতে গেলে জানতে পারি প্রকৌশলী সাজেদুল ইসলাম লাইসেন্সটি করতে নিষেধ করেছেন। পরে সহকারী প্রকৌশলী সাজেদুল ইসলামের নিকট জানতে চাহিলে তিনি আমাকে বলেন, আমার কাছে আপনাকে কে পাঠিয়েছে? আমি আপনার চাকুরী করি না , আমি মেয়রের চাকুরী করি। এই বিষয় নিয়ে বাগবিতন্ড হয়। কোন হামলা মারামারি এবং তেমন ঘটনা ঘটে নাই।

তিনি পৌরসভার নানা সমস্যা দূর্ণীতির কথা উল্লেখ করে আরো জানান, পৌর সভার একাধিক সিসি ক্যামেরা আছে সেখানে তদন্ত করলে সত্যতা উদঘটন হবে। সঠিক তদন্ত করে এই সমস্ত কর্মচারী ও কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অনুরোধ করছি।।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ