দেশে একদিনে করোনায় ৮ জনের মৃত্যু

আরো পড়ুন

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৭৯ জনের।

করোনায় মারা যাওয়া আটজনের তিনজন ঢাকার, দুই জন খুলনার, ময়মনসিংহের দুই জন ও রংপুরের একজন। তাদের মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ২৪৯ জন। আর মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জনের।

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। ৯ হাজার ৯৯টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ