পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ভাইরাল হওয়া সেই যুবক আটক

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিন পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক করা সেই যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম বায়েজিদ তালহা।

রবিবার (২৬ জুন) বিকালে রাজধানীর বেইলি রোড থেকে তাকে আটক করে সিআইডি।

সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকের পর বায়েজিদকে সিআইডি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একাধিক ইউনিটের কর্মকর্তারা তার সঙ্গে কথা বলছেন।

গতকাল শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। রবিবার সকাল থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

প্রথম দিন সেতুর নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের শিথিলতার সুযোগে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক ভিডিও আপলোড করেন ওই যুবক। কাইসার ৭১ (Kaisar71) নামক টিকটক একাউন্টের লোগো লাগানো ৩৬ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাকে ধরতে অভিযান শুরু হয়। বিকালের মধ্যেই তাকে আটক করতে সক্ষম হয় সিআইডি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ