২০২৬ সালে মোট ২৮ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ

আরো পড়ুন

আসছে নতুন বছরে মোট ২৮ দিন সরকারি ছুটি উপভোগ করবে চাকুরীজীবিরা। এর মধ্যে ৯ দিন পড়বে সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) দিনে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী বছরে নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ছুটি ২৮ দিন, যার মধ্যে ১৯ দিন কার্যদিবসে পড়বে।

চলতি ২০২৫ সালে সরকারি ছুটি ছিল মোট ২৭ দিন—এর মধ্যে ১৩ দিন সাধারণ ছুটি এবং ১৫ দিন নির্বাহী আদেশে। তখনও ৯ দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছিল।

প্রতি বছরের মতো ২০২৬ সালেও ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১ মে মে দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মতো জাতীয় দিবসগুলোতে ছুটি থাকবে। এছাড়া **৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান দিবস’**ও এবার থেকে সাধারণ ছুটির তালিকায় যুক্ত হয়েছে।

ধর্মীয় উৎসবগুলোর মধ্যে ঈদুল ফিতর, ঈদুল আজহা, বুদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা, জন্মাষ্টমী, বড়দিন ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন করে সাধারণ ছুটি থাকবে।

আগে ঈদে একদিন সাধারণ ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আগে-পরে দুইদিন ছুটি দেওয়া হলেও, ২০২৫ সালে রোজার ঈদে চারদিন ও কোরবানির ঈদে পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়। ফলে গত বছর দুই ঈদ মিলিয়ে মানুষ মোট ১১ দিন ছুটি উপভোগ করেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ