ধামরাইয়ে মেডিকেল কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে সুমাইয়া আক্তার অন্তিমা (২০) নামে এক মেডিকেল কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুন) বেলা ১২টার দিকে উপজেলার শরীফবাগ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুমাইয়া আক্তার অন্তিমা ধামরাই সদর ইউনিয়নের শরিফবাগ এলাকার মহসিন মিয়ার মেয়ে। তিনি মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, সুমাইয়া আক্তার খুবই ভালো ছাত্রী ছিল সব সময় হাসিখুশি থাকতো হঠাৎ কি কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ জানে না। আজ সকালে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সুমাইয়ার শিক্ষক এবং আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু বলেন, সুমাইয়া আক্তার অন্তিমা খুবই মেধাবী একজন ছাত্রী সে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও এইসএসসি পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে পাশ করেছে। পরবর্তীতে মানিকগঞ্জের একটি মেডিকেল কলেজে চান্স পেয়ে সেখানেই অধ্যায়নরত ছিল। তার মৃত্যুতে আমরা শোকাবিভূত।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত সুমাইয়া আক্তার অন্তিমার মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ