বন্যার্তদের পাশে দাঁড়াতে যশোর নাগরিক সংঘের ত্রাণ তহবিল সংগ্রহ

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বানভাসী মানুষের জন্য ত্রাণ সংগ্রহ শুরু করেছে যশোর নাগরিক সংঘ (যনাস)। বৃহস্পতিবার (২৩ জুন) শহরের ভৈবর চত্বর থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। এদিন সকাল ১০টা থেকে দিনব্যাপী ত্রাণ সংগ্রহ কার্যক্রমের প্রচার চালানো হয়। শহরের এমকে রোড, কাপুড়িয়াপট্টি, আরএনরোডসহ বিভিন্ন এলাকায় সিলেটের বানভাসী মানুষদের সাহায্যের জন্য আবেদন জানিয়ে লিফলেট বিতরণ করেন যনাস’র সদস্যরা।

গতকাল বিকেল পর্যন্ত নগদ অর্থ, ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যনাস’র ‘ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম’ তহবিলে ৩৪ হাজার টাকা জমা পড়েছে। সিলেটের বানভাসী মানুষের সাহায্যার্থে ত্রাণ তহবিল গঠনের জন্য এই প্রচার অভিযানে অংশ নেন মনিরুজ্জামান মনি, সৈয়দ মাসুদুর রহমান, মেফতাহ উদ্দিন ফেরদাউস, আশরাফ হোসেন, সুদীপ্ত তুর্য, বাদ্রার টিটো, সাংবাদিক রতন সরকার, ইমরান হাসান টুটুল প্রমুখ।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ