চৌগাছায় যথাযথ মর্যাদায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আরো পড়ুন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর স্মৃতি ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ শেষে উপজেলার ডিভাইন কনভেন্সন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমানের সভাপতিত্তে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম আহসানুল হক। এছাড়াও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিঞা, সহ-সভাপতি আতিয়ার রহমান, শাহ্ আলম সরকার, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয় ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হুসাইন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তবিবর রহমান খান ও আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সোহেল ও অবাইদুল ইসলাম সবুজ, সহ-প্রচার সম্পাদক শফিক হায়দার লাভলু এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আওরঙ্গজেব চুন্নু, আব্দুল মজিদ, শাহিনুর রহমান, নাসিমা খানম, আলাউদ্দিন, ফারুক হোসেন, জিয়াউর রহমান জিয়া, ইমরান হোসেন, আমিরুল ইসলাম, ছাত্রলীগকর্মী রুবেল হুসাইন, ইকরামুল হোসেন, আব্দুল করিম, মাজিদুল ইসলাম প্রমুখ।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ