কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে বিকাল সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ে সমাধান সমৃদ্ধি কর্মসুচির আওতায় পিকেএসএফ এর অর্থায়নে দন্ত বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ আমিনুর রহমান ও চট্রগাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ আল-আমিন রোগিদের ফ্রি সেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী মোঃ আশরাফুজ্জামান, সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, বিল্লাল হোসেন, সিদ্দিকুর রহমান প্রমূখ। ক্যাম্পে ১৬৩ জন দন্ত রোগিকে ফ্রি সেবা প্রদান করা হয়েছে।
জাগো/এমআই

